মায়ামির অধিনায়ক মেসি

0

স্পোর্টস ডেস্ক: নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার আগেই লিওনেল মেসির কাঁধে উঠল অনেক বড় দায়িত্ব। ইন্টার মায়ামির নেতৃত্ব পেয়েছেন আর্জেন্টাইন এ তারকা।

প্রধান কোচ জেরার্ডো মার্টিনো নিশ্চিত করেছেন যে, মেসিকে মায়ামির আর্মব্যান্ড দেওয়া হবে। বর্তমানে ক্লাবটির অধিনায়ক জর্জ। দীর্ঘমেয়াদি ইনজুরি নিয়ে মাঠের বাইরে গেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন মেসি। তবে জর্জ ফিট হয়ে ফিরে আর্মব্যান্ড আবার পাবেন কিনা সেটিই দেখার অপেক্ষা।

বার্সেলোনায় মেসি নিয়মিত নেতৃত্ব দিয়েছেন। তবে প্যারিস সেইন্ট জার্মেইতে কখনো অধিনায়ক হননি। আর আর্জেন্টিনার অধিনায়কত্ব করে তো গত ডিসেম্বরে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছেন। তার মতো হাইপ্রোফাইল খেলোয়াড় মায়ামির অধিনায়ক হওয়াটা অবাক হওয়ার মতো কিছু নয়।

বুধবার লিগস কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মায়ামি। মেসি ও সার্জিও বুসকেটসকে আরও বেশি সময় দেওয়ার কথা নিশ্চিত করেছেন মার্টিনো।

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.