ম্যাচসেরা পারফর্ম করেও পুরস্কারবঞ্চিত সাকিব

0

স্পোর্টস ডেস্ক: গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে-বোলিংয়ে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। সারে জাগুয়ার্সের বিপক্ষে ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন এই অলরাউন্ডার। বল হাতে নিয়েছেন ৪ উইকেট আর ব্যাট হাতে খেলেছেন ২৬ রানের কার্যকরী এক ইনিংস।

তবে ব্যাটিংয়ে-বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করলেও ম্যাচ সেরার পুরস্কার পাননি সাকিব। সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দিলপ্রীত সিং। অথচ ব্যাটিংয়ে দিলপ্রীতের থেকে বেশি রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে ৩টি উইকেটও শিকার করেছেন এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের পরও সাকিবকে ম্যাচসেরার পুরস্কার না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন সাকিব ভক্তরা।

সারের দেয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় মন্ট্রিয়াল। এরপরেই ব্যাট হাতে ক্রিজে আসেন দিলপ্রীত সিং। খেলেছেন ৩১ বলে ২৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন এই কানাডিয়ান।

বিপরীতে সাকিবের ১৩ বলে ২৬ রানের ইনিংসে শুরুতেই জয়ের ভিত পেয়ে যায় মন্ট্রিয়াল। ৩ চার আর ১ ছয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন সাকিবই। তবে, শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কার আর হাতে পাওয়া হয়নি এই বাংলাদেশির।

এর আগে, বল হাতে ১৮ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। যদিও শেষ পর্যন্ত উপেক্ষিতই থেকে গিয়েছে তার এই অলরাউন্ড পারফর্ম্যান্স।

 

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.