নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সচিবদের সভায় কোনো আলোচনা হয়নি। প্রশাসনের প্রতি কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তবে এ সভা আয়োজন নিয়ে বিশেষ কৌতূহল তৈরি হলেও মাহবুব হোসেন এ সভাকে বিশেষ কোনো সভা বলতে নারাজ। তিনি নিয়মিত বৈঠক হিসেবে অবহিত করেন আজকের সভাকে।
সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে এ কথা জানিয়েছেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি বিশেষ কোনো সভা না; নিয়মিত যে বৈঠক হয় সেটিই হয়েছে। এটি আগামীকাল হওয়ার কথা ছিল, ওই সময় আমার অন্য একটি কর্মসূচি আছে, সেজন্য আমি বৈঠকের সময়টা এগিয়ে নিয়ে এসেছি আজকে।