ওসমান সরদার, জাবি প্রতিনিধি : বিতর্কিত সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে ইমেরিটাস অধ্যাপক বানানো এবং নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত মাহমুদুর রহমান জনির দায়মুক্তির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়েরের হত্যাকারীরা উপাচার্যের প্রত্যক্ষ মদদ পেয়েছিল। তিনি উপাচার্য থাকা অবস্থায় ক্যাম্পাসে একটা মাৎস্যন্যায় অবস্থা বিরাজ করছিলো। তিনি পুনরায় ইমেরিটাস অধ্যাপক হলে একটা নজির তৈরি হবে৷ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার ইমেরিটাস অধ্যাপক হিসেবে শরীফ এনামুল কবিরের মতো একজন বিতর্কিত ব্যক্তির লিগ্যাসি বহন করতে আমরা লজ্জাবোধ করব।
যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনির ইস্যুতে তিনি বলেন, পাবলিক হেলথ বিভাগের শিক্ষক জনির বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ থেকে তাকে দায়মুক্তি দেয়ার প্রচেষ্টা চলছে। আমরা চাই এ প্রচেষ্টা যেন সত্যি না হয়৷ তার প্রাপ্যতা অনুসারে যেন তাকে বিচার করা হয়৷
উল্লেখ্য, অধ্যাপক শরীফ এনামুল কবির ২০০৯ সাল থেকে প্রায় তিন বছরেরও বেশি সময় উপাচার্যের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে শিক্ষক নিয়োগে অনিয়ম, ছাত্রলীগের ‘একটি অঞ্চলভিত্তিক’ অংশকে মদদ, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া ছাড়াও নানা অভিযোগ ওঠে তারবিরুদ্ধে। তার ‘মদদপুষ্ট’ হিসাবে পরিচিত ছাত্রলীগ নেতাদের হামলায় সংগঠনটির অন্য অংশের কর্মী ও ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। এরপর ২০১২ সালের ১৭ মে উপাচার্যের পদ ছাড়তে বাধ্য হন তিনি।