হরতাল-অবরোধের প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: সারাদেশে বিএনপিসহ ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা—আরিচা মহাসড়ক হয়ে জয় বাংলা গেইট (প্রান্তিক গেইট ) দিয়ে চৌরঙ্গী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী যোগদান করেন। এসময় নেতাকর্মীদের ‘অবৈধ হরতাল মানি না—মানব না’ স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজপথ দখলে নিয়েছে। বিএনপি—জামাতের সকল অপচেষ্টা রুখে দিতে আমরা রাজপথে সদা জাগ্রত আছি। বিএনপি অবরোধের নামে যে সহিংসতা চালিয়েছে তার কারণে দেশের মানুষ আজ তাদের সাথে নেই। অবরোধের নামে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নস্যাৎ করার চেষ্টা করলে রাজপথে মোকাবেলা করা হবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামীতেও দেশের ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব দিবেন। বিএনপি—জামাত অবরোধের নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। আপনাদের এত জনপ্রিয়তা থাকলে নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।’

সমাপনী বক্তব্যে শাখা সভাপতি আকতারুজ্জামান সোহেল বিএনপি-জামাত কতৃক জনদুভোর্গ সৃষ্টি করেছে উল্লেখ্য করে নলপন, ‘জনগণ আজ তাদের দিক থেকে মুখ দিরিয়ে নিয়েছে। নির্বাচনকে প্রতিহত করে তারা ভিন্ন পন্থায় ক্ষমতায় যেতে চায়। আজ অবরোধ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা তাদের পাশে নেই। আমরা আপনাদের হুশিয়ার করে বলে দিতে চাই বিশ্ববিদ্যালয়ে আপনাদের কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না। দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার পাশে আছে। তারেক রহমান দেশের বাইরে থেকে আদেশ দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা বলতে চাই বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকায় ভোট দিয়ে দেশের জনগণ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।’

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.