নিজস্ব প্রতিবেদক: ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে দুই হাজার ৫২০ জন ক্যাডার হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
এবারের বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩২৩ জন, আনসার ক্যাডারে ২৩ জন, নিরীক্ষা ও হিসাবে ২৫ জন, সমবায়ে ৪ জন, শুল্ক ও আবগারিতে ২৩ জন, পরিবার পরিকল্পনাতে ১৭৩ জন, খাদ্যে ৬ জন, পররাষ্ট্রে ২৫ জন, তথ্য ক্যাডারে ৩৮ জন, পুলিশে ১০০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।
এর আগে, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে চার লাখের বেশি আবেদন পড়েছিল। এর মধ্য থেকে প্রিলিতে উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৫৬ জন। তবে এর মধ্যে ১৫ হাজার খাতায় ২০ শতাংশ নম্বরের গরমিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গরমিল হওয়া খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে গত ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়।