ঝিনাইদহে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

0

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ: ঝিনাইদহে তীব্র রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সকাল ৯ টার পর থাকে রোদের তীব্রতা বাড়েতে থাকে যা দুপুর ২ টার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছায়।

গত কয়েকদিন ধরে মাঝারি তাপদাহে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো।প্রকৃতির এমন আচরণে মানুষের প্রাণ বাঁচা বড় দায় হয়ে গেছে। জেলা শহরের রিক্সা চালক আশাদুল ইসলাম জানান,আমি প্রতি দিন সদর উপজেলার নারিকেলবাড়ীয়া এলাকা থেকে পেটের তাগিদে শহরে এসে রিক্সা চালায়।কিন্তু গত কয়েক দিনের প্রচন্ড তাপদাহের কারণে।

রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছে তারপরও ক্ষুধার তাড়নায় আর দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচার আশায় রিক্সা চালাতে হচ্ছে।এছাড়া ঈদুল ফিতর সন্নিকটে হওয়ায় শহরের বিপনী বিতান গুলোতে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

অপরদিকে প্রচন্ড তাপদহে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না।আবার কিছু মানুষ অনেকটাই কাজের চাপে বাড়ী থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। কয়েকদিনের অব্যাহত তাপমাত্রায় বেশি কষ্ট পাচ্ছেন জেলার রোজাদারেরা।এছাড়াও শনিবার দুপুরে বিদ্যুৎ এর দির্ঘ লোডশেডিং থাকায় মানুষ গড়মে অতিষ্ঠ হয়ে উঠে।বিপাকে পড়ে ব্যবসায়ীরা ।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.