জাবিতে নজরুল জন্ম-জয়ন্তী উদযাপন আগামীকাল

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম-জয়ন্তী উৎযাপিত হবে আগামীকাল।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হবে।
মঙ্গলবার (৩০মে) সন্ধ্যা ৬ টা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে মোট তিনটি পর্বে এ অনুষ্ঠান উদযাপিত হবে।

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘উদ্বোধন, সম্মাননা ও পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। এসময় স্বাগত বক্তব্য রাখবেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ খালেদ হোসাইনের সভাপতিত্বে এবং নাটক ও নাট্যতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল হাবীবের সঞ্চালনায় ‘নজরুলের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন ভারতের পশ্চিম বঙ্গের বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত লেখক শ্রী কিন্নর রায়। এছাড়াও এ পর্বে আলোচক হিসেবে থাকবেন জার্মানির গবেষক ক্যারোল স্মিট।

শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে যথাক্রমে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করবে বিশ্ববিদ্যালয়ের সংগঠন ধ্বনি, জলসিঁড়ি ও নাট্যম।
উল্লেখ, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.