ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নাটক ও নাট্যতত্ব ৪৭ ব্যাচের শিক্ষার্থী শরণ এহসানকে সভাপতি এবং দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মিয়া মোঃ মাশরিকুল কারিম মাসুককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ মে) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি এস. এম. সোহান ও সাধারণ সম্পাদক মোঃ সাফিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সহ-সভাপতি পদে আছেন মাহফুজুর রহমান, সাজিয়া জাইমা, মোঃ আলিউল আজম জিম, মোছাঃ মুমতারিন ইলমা ।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রাপ্তরা হলেন, মোঃ সাঈদ হোসেন সাদী, আফিয়া আলমন ইমা,রাসেল আলী মাহমুদা আক্তার মুক্তা,অমিত হাসান শাকিল।
সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, রুবায়েত নাফিজ মুস্তাক জিলান,সাজ্জাদ সরকার ফাহিম,মোঃ সোহেল রানা,আতিক শাহরিয়ার, ফারিয়া তাসনীম লামিয়া,নাসিম,আলফাজ হোসেন মুন্না,শাহরিয়ার কবির,ফেরদৌস এ বুশরা।
এছাড়া কোষাধ্যক্ষ পদে,তাইবুর রহমান অন্তর,স্বাধীন আলী, দপ্তর সম্পাদক ,সাদিয়া আহমেদ শর্মি,সাইম শাররিয়ার বাঁধন, প্রচার সম্পাদক রশিদুল ইসলাম রুশো, উপ-প্রচার শাকিল আহমেদ,সাকলাইন মুস্তাক,কানিজ ফাতেমা প্রীতি,এস. বি. শাবিব, আইন বিষয়ক সম্পাদক লিয়া মনি, উপ-আইন বিষয়ক সম্পাদক সালমান শাহ, ছাত্র কল্যাণ সম্পাদক রাহাত আলী,শারমীন খাতুন।উপ-ছাত্র কল্যাণ সম্পাদক,ইমন হোসেন,রওনক জামিল পিয়াস,তানজীলা জামান। শিক্ষা বিষয়ক সম্পাদক,জান্নাতুল নুসরাত। উপ- শিক্ষা বিষয়ক সম্পাদক, খানসা মুস্তারি,উম্মে রোকাইয়া এমি,নাইমুর রহমান অনিক। সংস্কৃতি বিষয়ক সম্পাদক,ব্রততী চক্রবর্তী। উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক,জামিলুন নাজিম জানি,ফারুক আবদুল্লাহ নাবিল,নাঈম হক,পল্লবী মিশ্র। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সোহেলী সুলতানা বৃষ্টি,তাসনিম খানম। উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,আল মামুন শুভ,মুনতাসির মাহমুদ সামি। সহ-সম্পাদক আবদুস সাইফ,তুসকা খাতুন,তাসফিয়া আফসারী নিধি,শিউলি খাতুন।
এছাড়াও ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী সদস্য ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া জেলা ছাত্রসংসদের উপদেষ্টা হিসেবে আছেন প্রফেসর ড. মোঃ শাহেদুর রশিদ,প্রফেসর ড. মোঃ শরিফ উদ্দিন, প্রফেসর ড. মোঃ হাসিবুর রহমান, প্রফেসর ড. মোঃ সোহেল রানা, জনাব রেজা মোহাম্মদ আরিফ, জনাব এস. এম. নওশাদ হোসেন, ড. মোঃ আশরাফুল হাসান, জনাব মো. শামীম হোসাইন, জনাব রাসেল হোসেন বাপ্পি, জনাব আফিফ বিন মুস্তাকিম, আনিকা বুশরা বৈঁচী, জনাব মোঃ সাজ্জাদ হোসেন, আফফান হোসেন আপন, মাহবুবুর রহমান নীল, রাকিবুল ইসলাম সজীব, মোঃ সৈকত রায়হান, আনিকা সুবাহ, এস.এম.সোহান এবং মোঃ শাফিন আহম্মেদ।