বিএনসিসি জাবি কন্টিনজেন্টের নতুন ইনচার্জ শফীউজ্জামান

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট’র ক্যাডেট ইনচার্জের দায়িত্ব পেল ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী শফীউজ্জামান শাহীন।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাবেক সিইউও মাজহারুল ইসলামের কাছ থেকে ক্যাডেট ইনচার্জ শফীউজ্জামান শাহীন দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মোঃ মনজুরুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২০-২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বিশেষ নিরাপত্তা রক্ষা ও সহায়তা দেয়ায় বিএনসিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাটুন সদস্যদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এতে ক্যাডেট শফীউজ্জামান শাহীন, ওসমান সরদার, তাকওয়া জাকির, সানজিদা আফরিন বেস্ট ক্যাডেট অ্যাওয়ার্ড এবং ক্যাডেট মুহিত মাহমুদ ফাহিম, সাজ্জাদুল ইসলাম বেস্ট গ্রাউন্ড কমান্ডার অ্যাওয়ার্ড লাভ করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ইট-কাঠের কাঠামো না এটা একটা পরিবার। এ পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পরিশ্রমী মানুষদের অবদান অনস্বীকার্য। বিএনসিসির সেবামূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে৷ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তোমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে সে প্রত্যাশা করছি।

এসময় জাবি বিএনসিসি কন্টিনজেন্টের ভারপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, বিএনসিসির সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক মেহেদী হাসান দীপুসহ সাবেক ও বর্তমান ক্যাডেটবৃন্দ।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.