ওসমান সরদার,জাবি প্রতিনিধি: অধিক বৃষ্টিতে ডুবে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চ।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মুক্তমঞ্চে পানি জমে ডুবে গেছে নাট্যাচার্য সেলিম আল দীনের নামে তৈরি এই মুক্তমঞ্চ।
পানি জমে থাকায় ক্ষনিক আনন্দের সুযোগ মিলেছে বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের। বিভিন্নভাবে লাফঝাপ দেয়ার পাশাপাশি অনেককে আবার সাঁতার দিতেও দেখা গেছে।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এই মুক্তমঞ্চে বৃষ্টির পানি জমে থাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। তাদের ভাষ্যমতে নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনার ফলে এই হাল হয়েছে বিখ্যাত এই স্থানটির।
বিশ্ববিদ্যালয়ের ৪২ ব্যাচের শিক্ষার্থী শিক্ষার্থী মিশফিক উস সালেহীন বলেন, “২০১৯ সালে “তথাকথিত মাস্টারপ্ল্যানের” নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলে এর বিরুদ্ধে যখন আন্দোলন চলছিলো, তখন একটা বড় পয়েন্ট ছিলো যে ওই মাস্টারপ্ল্যানে কোন ড্রেনেজ সিস্টেম নাই। তখন এব্যাপারে কোন সদুত্তর দিতে পারেন নাই প্রশাসনের কর্তাব্যক্তিরা। উলটা আমাদের বোঝানোর চেষ্টা করেছিলেন, এই মাস্টারপ্ল্যান একনেকে পাশ হয়ে আসছে, এখানে আর কোন পরিবর্তন করা যাবে না, যথাসময়ে টাকা খরচ না করলে টাকা ফেরত পাঠাতে হবে।”
টিএসসির সাবেক পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবির তার ফেসবুক পোস্টে উল্লেখ্য করে, টিএসসি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কতৃপক্ষকে প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ করে টিএসসি, মুক্তমঞ্চ ও আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান করেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের টিএসসির উপপরিচালক নাসরিন সুলতানাকে মুঠোফোনে পাওয়া যায়নি।