জাবিতে তিন জ্যেষ্ঠ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে সাম্প্রতিক কালে অবসর নেওয়া তিন জন প্রবীণ শিক্ষকের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন, অধ্যাপক এম.শাহাবুদ্দিন কবির চৌধুরী অধ্যাপক এ.ওয়াই.শেখ ফিরোজউদ্দিন আহমেদ চৌধুরী অধ্যাপক ড. মোঃ রফিকুজ্জামান।

রবিবার (১৬ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বাংলাদেশ ফার্মেসী স্টুডেন্টস এসোসিয়েশন (বিপিএসএ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ দিদারে আলম মুহসিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক।

বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং এই বিভাগে তাঁদের সুদীর্ঘ কর্মমুখর দিনগুলোর স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বিপিএসএ সভাপতি ৪৬তম আবর্তনের মোঃ ফাহিম শাহরিয়ার এবং ৪৭তম আবর্তনের তাসনোভা তাজ প্রাপ্তি, এলামনাই-এর পক্ষ থেকে বিভাগের ১ম ব্যাচের ছাত্র বর্তমানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) জনাব মিয়াজ উদ্দিন মাহমুদ এবং ৪র্থ ব্যাচের ছাত্রী বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসীর অধ্যাপক ড. শারমিন্দ নীলোৎপল এবং বর্তমান ও সাবেক শিক্ষকদের মধ্য থেকে প্রফেসর ড. সাকিবা ইয়াসমিন, প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং প্রফেসর ড. সাব্বির হায়দার।

বিদায়ী শিক্ষকগণ এই বিভাগে তাঁদের দীর্ঘ পদচারণার আলেখ্যে যেসব বাঁক-খাঁজ ও চড়াই-উৎরাই পেরিয়ে এই বিভাগ আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে তাতে তাদের সন্তোষ প্রকাশ করেন এবং সামনে এ বিভাগের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে আশাবাদ ব্যক্ত করেন। জীববিজ্ঞান অনুষদের ডিন অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে দেয়া উপহার তুলে দেন। তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় ডিন মহোদয় এই চমৎকার আয়োজনের অংশ হতে পেরে তাঁর আনন্দ ব্যক্ত করেন এবং বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে, সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সভার সমাপ্তি টানেন।

এছাড়াও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার , জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নূহ আলম প্রমুখ।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.