শোক দিবস উপলক্ষে বাঁধন-রবীন্দ্রনাথ হল ইউনিটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করছে বিনামূল্যে রক্ত দাতাদের সংগঠন ‘বাঁধন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিট।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন ছবি চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়।

বাঁধন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে জাবি জোনের সহযোগিতা নিয়ে প্রতি বছর ১৫ ই আগস্ট আমরা এই কর্মসূচি পালন করি। মানুষকে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়ার পাশাপাশি রক্তদানে উদ্বুদ্ধ করে থাকি।’

এসময় বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি মুজতাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সানী, সহ-সভাপতি মিনকিস নাহার তামান্না, সাংগঠনিক সম্পাদক শাহরিয়া ইসলাম অপি সহ বিভিন্ন হল ইউনিটের বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.