ওসমান সরদার, জাবি প্রতিনিধি: বাংলাদেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামাজিক অন্তর্ভুক্তি ও শিক্ষা সহায়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয় ও জাপানের কোবে গ্যাকুইন ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত হয় এই সেমিনারটি৷
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১২ টায় গণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের কোবে গ্যাকুইন ইউনিভার্সিটির প্রফেসর ড. জাম্পেই অবা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের নিহন ফুকুশি ইউনিভার্সিটির প্রফেসর ড. তাকাশি ওয়াতানাবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন। সেমিনারে সমন্বয়কের দায়িত্ব পালন করেন কোবে গ্যাকুইন ইউনিভার্সিটির প্রফেসর ড. মিতশুহিকো সানো৷
সেমিনারে বক্তারা বাংলাদেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের পথে বিভিন্ন প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় এবং শিক্ষা সহায়ক সামগ্রীর উপর বিস্তারিত আলোকপাত করেন। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সহায়তা কার্যক্রম, করোনাকালীন এবং করোনা পরবর্তী তাদের কার্যক্রম তুুলে ধরেন।
এছাড়াও সেমিনারের আলোচক আবু নাসের মো: রাসেল গণ বিশ্ববিদ্যালয় ও ফিজিওথেরাপি কলেজের কার্যক্রমগুলো তুলে ধরেন।
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী নাজিম হোসাইন প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামাজিক, একাডেমিক ও চাকুরির ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয় তা তুলে ধরেন। তাছাড়া নিজের অভিজ্ঞতার আলোকে সেসব সমস্যা সমাধানের কিছু উপায় তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক তারানা বেগম প্রমুখ।