তামিম ইস্যুতে আরও কিছু বলতে আজ রাতে হাজির হবেন সাকিব

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল ওয়ানডে বিশ্বকাপ খেলতে বুধবার ভারতে গোহাটি পৌঁছেছে। সাকিব আল হাসানের নেতৃত্বে দেশ ছাড়ার কিছুক্ষণ পরেই বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ও এর সঙ্গে জড়িত বিষয়গুলো এক ভিডিও বার্তা প্রকাশ করেন তামিম ইকবাল।

আর ড্যাসিং ওপেনারের কিছু প্রশ্নের উত্তর নিয়ে রাতেই একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন সাকিব।

তবে এবার আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

বৃহস্পতিবার রাত ১১টায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে।

‘সাকিব৭৫ আনসেন্সরড’ নামে দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে আরও অনেক প্রশ্নের উত্তর দেবেন সাকিব।

ভারত বিশ্বকাপের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েন তামিম ইকবাল। বাঁহাতি এই ব্যাটারের বাদ পড়ায় আলোচনা সমালোচনায় বিদ্ধ দেশের ক্রিকেটাঙ্গন। ফেসবুকে

প্রকাশিত ভিডিও বার্তায় তামিম দাবি করেন, অনেকটা চাপে ফেলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাকে। আর এই সিদ্ধান্তের জন্য তামিম ভক্তরা দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ককে।

তবে রাতেই এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিস্কার করেছেন সাকিব।

গতকাল বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারটির প্রথম পর্বে নানা বিষয়ে উত্তর দিয়েছেন সাকিব। আজ রাত ১১টায় ‘সাকিব৭৫ আনসেন্সরড’ নামে সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্বে কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়? তা জানতে ও দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্ত-সমর্থকরা।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.