সহকারী জজ নিয়োগ পরীক্ষায় চতুর্থ জাবির পিয়াল

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় চতুর্থ স্থান অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নাজিউল হাসান পিয়াল। পিয়াল নিজেই তার ফলাফলের তথ্যটি নিশ্চিত করেছেন।

২৪ সেপ্টেম্বর ( রবিবার) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়।

সফলতার মূল কারণ হিসেবে তিনি বলেন, ” আল্লাহর রহমত এবং আমার বাবার দৃঢ় বিশ্বাসই আমাকে এই সফলতা এনে দিয়েছে। তিনি আরও বলেন, “টানা তিনবার ভাইভা পর্যন্ত গিয়ে ব্যর্থ হয়ে শূন্য হাতে ফিরে আমি নিজেই যখন নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছিলাম তখনও আমার বাবা-মা আমার উপর আস্থা রেখেছেন। এছাড়াও আমার প্রয়াত নানীজানের দোয়া, চাচাদের এবং পরিবার অন্য সকল সদস্যদের দোয়া এবং সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সহযোগিতা।

পিয়ালের বাড়ি রংপুর সদরের (বর্তমানে সিটি কর্পোরেশন) ডাঙ্গিরপাড়া নামক ছোট্ট একটি গ্রামে। বাবা মো: নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও বাংলাদেশ বেতার রংপুরের একজন সুপরিচিত নাট্যশিল্পী । মা হোসনে আরা বেগম একজন গৃহিণী। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছোট। রংপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং রংপুর ক্যান্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগ থেকে এলএলবি ও এল এল এম সম্পন্ন করেন। ফলাফল প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যক্তি জীবনেও ব্যাপক প্রশংসা পাচ্ছেন পিয়াল।

সানজিদ শাওন নামে পিয়ালের এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, পরিশ্রম আর একাগ্রতা থাকলে সফলতা ধরা দিবেই। এর দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন পিয়াল।

এবারে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থীরা। আর দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থী রাগিব মোস্তফা নাঈম।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.