১ম অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৪৮ ব্যাচ

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হিস্ট্রি ডিবেটিং ক্লাব এর আয়োজনে ১ম কাজী সামিতা আশকা নেহা স্মারক অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৪৮তম ব্যাচ।

রবিবার (৮ অক্টোবর) ইতিহাস বিভাগের এ আর মল্লিক লেকচার হলে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও দায়িত্ব হস্তান্তর প্রোগ্রামে হিস্ট্রি ডিবেটিং ক্লাবের সভাপতি জিল্লাল হোসাইন সৌরভ বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিভাগের শিক্ষকরা তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এর আগে গতকাল শনিবার বিভাগে প্রাথমিক পর্বে তিনটি রাউন্ডে সংসদীয় পদ্ধতিতে ডিবেট হয়। ৪টি ব্যাচের প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে ফাইনালে উঠে ৪৮ ব্যাচ (২০১৮-১৯) সেশন এবং ৫০ ব্যাচ (২০২০-২১) সেশন।

ফাইনালে দুই ব্যাচের মধ্যে ‘এই সংসদ বাংলাদেশে অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবণতাকে সমর্থন করে না’ মোশনে বিতর্ক হয়। বিরোধী দল হিসেবে বিতর্ক করে ৪৮ ব্যাচ। সংসদে প্রস্তাবটি পাশ না কারিয়ে তারা বিজয়ের গৌরব অর্জন করে। ফাইনালে ৪৮ ব্যাচের হয়ে বিতর্ক করেন গিয়াসউদ্দিন মুন্না, হাসিবুল আলম ও শামসুন নাহার। সরকারি দল হিসেবে বিতর্ক করে ৫০ ব্যাচ এর বিতার্কিকরা রানারআপ হয়। এরা হলেন মাহদি, নিবির ও জান্নাত। এদের মধ্যে মাহদি আল হোসাইন ডিবেটর অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট হয় চ্যাম্পিয়ন দলের গিয়াস উদ্দিন মুন্না।

গিয়াসউদ্দিন মুন্নার সঞ্চালনায় বিভাগের সভাপতি অধ্যাপক মো. এমরান জাহান বলেন, প্রথমেই আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে বিভাগের অভ্যন্তরে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠিত করেছেন। এই ক্লাবের জন্য আমাদের শিক্ষকদের পক্ষ থেকে সর্বোচ্চ সহোযোগিতা থাকবে। পাশাপাশি আমি খুবই অভিভূত হয়েছি শিক্ষার্থীদেরকে বিতর্ক করতে দেখে। তারা অত্যন্ত চমৎকারভাবে যৌক্তিকতার সাথে বিতর্ক করেছে। আজকে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে উৎসাহ দিচ্ছি যেন বিতর্কের সাথে থেকে নিজেদেরকে দক্ষ করে তুলতে পিছপা না হও।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে জিল্লাল হোসাইন সৌরভের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক এমরান জাহান নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হয়েছেন বিভাগের ৪৮ ব্যাচের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী গিয়াসউদ্দিন মুন্না। সাধারণ সম্পাদক হয়েছেন ৪৯ ব্যাচের (২০১৯-২০) জে এস খান প্রীতম।

এরপর গত কমিটি থেকে বিদায়ী ৪ জনকে সার্টিফিকেট ও বিভিন্ন উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, আরিফা সুলতানা, সহযোগী অধ্যাপক সুলতানা আক্তার, পিংকি সাহা, সহকারী অধ্যাপক সাজেদা বেগম এবং প্রভাষক বিপ্লব হোসেন, শারমিন সুলতানা এবং বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.