ওসমান সরদার, জাবি প্রতিনিধি: সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মো. হিরক শেখ। তার প্রতিষ্ঠিত ঔষধ বিষয়ক তথ্যের প্লাটফর্ম “ক্লিয়ার কনসেপ্ট”-এর জন্য এই এ্যাওয়ার্ড পান তিনি।
এবছর সারা দেশে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২ টি সংগঠনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার (১৮ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে বিজয়ী তরুণদের মাঝে এ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডে পুরস্কিত হওয়ার পর হিরক বলেন, এই সম্মানজনক এ্যাওয়ার্ড পাওয়াতে আমরা খুবই খুশি। এটা আমাদের কাজকে আরও বেগবান করবে। ভবিষ্যতে এই সেবাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ফান্ডিং দরকার ছিল, যা এই এ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে কিছুটা এগিয়ে যেতে পারবো। আশা করি আমাদেরকে দেখে তরুণরা অনুপ্রাণিত হবেন এবং এ ধরনের কাজে তারা আগ্রহী হয়ে উঠবেন।
তিনি আরও বলেন, সারা বাংলাদেশে ৩০ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ জন রিপ্রেজেনটেটিভ আমাদের সঙ্গে কাজ করছেন। তাছাড়া উপদেষ্টা হিসেবে সিনিয়র ফার্মাসিস্ট রয়েছেন এই কল্যাণমূলক কাজের সাথে। ভবিষ্যতে মানুষের আরও কাছে ঔষধ নিয়ে এ সচেতনতা বৃদ্ধি ও সহজে পৌঁছে দিতে চাই। তাই এই এ্যাওয়ার্ড আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
হিরকের প্রতিষ্ঠিত ঔষধ সম্পর্কীয় “ক্লিয়ার কনসেপ্ট” এর মাধ্যমে ঔষধ বিষয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। এছাড়া তার ঔষধ বিষয়ক আরেকটি ফেসবুক প্ল্যাটফর্ম “এই ঔষধ কেন খাবো?”। মো: হিরকের ঔষধ বিষয়ক ব্যাখ্যা গ্রুপে শেয়ার করার মাধ্যমে মানুষেরজনের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছে।
উল্লেখ্য, এর আগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী শাওন মাহমুদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা ইতি জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড লাভ করেন।