জাবিতে সিয়াম মেমোরিয়াল নাইট টুর্নামেন্ট শুরু

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শুরু হয়েছে সিয়াম মেমোরিয়াল নাইট ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজন করেছে শহীদ সালাম বরকত হল ছাত্রলীগ। বৃহস্পতিবার টুর্নামেন্ট শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে দুইদিন স্থগিত থেকে আজ থেকে পুনরায় শুরু হচ্ছে টুর্ণামেন্টটি।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় টুর্নামেন্টের উদ্ভোধনী ম্যাচে অদম্য ৫১ বনাম ক্র‍্যাক প্লাটুনের ম্যাচ দিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। ওইদিনের ম্যাচে নির্ধারিত সময় শেষে এক এক ব্যাবধানে শেষ করার পর টাইব্রেকারে ক্র‍্যাক প্লাটুনকে তিন দুই ব্যাবধানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় অদম্য ৫১।

এর আগে ম্যাচের উদ্ভোদন করেন হলের প্রভোস্ট অধ্যাপক সুকল্যান কুমার কুন্ডু। এসময় তিনি খেলোয়াড়দেরকে শুভেচ্ছা জানান। সকলকে স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে খেলতে বলেন। এবং আসন্ন হল টুর্নামেন্ট উপলক্ষে ভালো খেলোয়াড় পেতে এই টুর্নামেন্ট সাহায্য করবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় স্পার্টাকাস বনাম এভেঞ্জার্স। এই ম্যাচটি ও নির্ধারিত সময় শেষে এক এক গোলে ড্র হয়। পরে গত ম্যাচের মতো ট্রাইবেকারে তিন দুই ব্যাবধানে জয় লাভ করে স্পার্টাকাস। রাতের শেষ ম্যাচ এ মাঠে ভেলোসিটি ডায়নামস প্রতিপক্ষ নাইটস ওয়াচের সাথে জয় লাভ করে। নির্ধারিত সময় শেষে ভেলোসিটি ডায়নামস এর খেলোয়াড়েরা নাইটস ওয়াচের জালে দুইবার বল জড়ান। ফলাফল দুই শূন্য গোলের জয়।

এবারের টুর্নামেন্টে দুইটি গ্রুপে চারদল করে মোট আটটি দল অংশগ্রহণ করছে। আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো থান্ডার ৭১, স্পার্টাকাস, ভেলোসিটি ডায়নামস, স্বাধীন বাংলা, এভেঞ্জার্স, ক্র‍্যাক প্লাটুন, অদম্য ৫১ এবং নাইটস ওয়াচ।

এদিকে আজ (১৯ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও তিনটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সন্ধ্যা ৭ টায় থান্ডার ৭১ লড়বে এভেঞ্জার্সের সাথে। দ্বিতীয় ম্যাচে স্বাধীন বাংলার মুখোমুখি হবে স্পার্টাকাস। শেষ ম্যাচে মাঠে নামবে অদম্য ৫১ বনাম নাইটস ওয়াচ।

উল্লেখ্য, সিয়াম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এবং শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী। দেশে করোনা মহামারী চলাকালে নিজ বাড়িতে পুকুরের ডুবে মারা যান তিনি। জীবিত থাকা অবস্থায় তিনি হলের হয়ে বেশ কিছু টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের স্বাক্ষর রাখেন। খেলাধুলায় তার অসামান্য অবদানকে স্বরণীয় করে রাখতে তার নামানুসারে এবারের আসরের নামকরণ করা হয়। আয়োজকেরা জানান আসন্ন দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা করতে তারা এই টুর্নামেন্টের আয়োজন করে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.