নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।
যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম ‘এমভি আল-বাখেরা’। নৌ পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে সার বোঝাই করে ‘এমভি আল বাকেরা’ সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।
যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা নাকি, অন্য কিছু সেটি খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে জানান চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
তিনি বলেন, এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে জুয়েল নামে একজনের গলাকাটা অবস্থায় রয়েছে। তাকে হাসপাতালের ওটিতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাকি দুজনের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাদের চিকিৎসা চলছে।