বঙ্গবন্ধুর জন্মদিনে সুসজ্জিত জাবি ক্যাম্পাস

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রঙিন সাজে সজ্জিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

প্রতি বছর ১৭ ই মার্চ পালন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে প্রতি বছরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নানা আয়োজন করে থাকে। আয়োজনকে ঘিরে ক্যাম্পাসের হল গুলো আলোকসজ্জায় আলোকিত হয়। হলে হলে চলে আনন্দ উৎসব।

তবে এবছর এই আনন্দ যেন একটু বাড়িয়ে দিয়েছে ১৭ মার্চে বিশেষ খাবার (ফিস্ট) আয়োজন করায়। তাইতো শিক্ষার্থীরাও আনন্দের সাথে তাদের খাবার কুপন কাটছে মাত্র ৩০ টাকায়। ৩০ টাকার এই কুপনে থাকছে, রোস্ট, পোলাও, মিষ্টি, ফল আর বিশেষ মিষ্টি পান তো থাকছেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি নাজমুল হাসান তালুকদারের কাছে জানতে চাইলে, তিনি বলেন, “১৭ মার্চ ছুটির দিন, এদিন ডাইনিং বন্ধ থাকে এবং বঙ্গবন্ধুর জন্মদিন হওয়ায় এটি বিশেষ দিনও বটে। এছাড়া ২৬ মার্চে বিশ্ববিদ্যালয় রমজানের জন্য বন্ধ থাকবে। তাই সব দিক বিবেচনা করে ১৭ মার্চেই এই বিশেষ ভোজ আয়োজন করার জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি।”

এছাড়াও, হল গুলোতে নিজেদের হাতে বঙ্গবন্ধুর ছবি এবং বিভিন্ন ধরনের আল্পনাও আঁকছে শিক্ষার্থীরা।

১৭ মার্চ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এডভেঞ্চার সোসাইটি আয়োজন করছে “মুজিব সাইকেল র‍্যালি -২০২৩”।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করে দিনটি। বঙ্গবন্ধুকে স্বরণীয় করে রাখতেই এসব আয়োজন চলে প্রতিবছর।

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.