জাবিতে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

0
ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এডভেঞ্চার সোসাইটি (জেইউএএস)  এর আয়োজনে “বঙ্গবন্ধু সাইকেল র‍্যালি-২৩” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ই মার্চ)  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়।  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে ভিসি চত্বর-প্রান্তিক-কেন্দ্রীয় খেলার মাঠ-ক্যাফেটেরিয়া- মীর মশাররফ হোসেন হল-শহীদ মিনার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে এই সাইকেল র‍্যালি।
এর আগে র‍্যালির শুরুতেই উদ্বোধন ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম।
তিনি বলেন,  বঙ্গবন্ধুর জন্মদিনে এটি একটি চমৎকার উদ্যোগ।  সেই সাথে তিনি বলেন,  ” সাইকেল আমাদের খুবই উপকারী একটা যানবাহন।  নিয়মিত সাইকেল চালালে শরীর ফিট থাকে। সাইকেল একটি পরিবেশবান্ধব যান। আমি শিক্ষার্থীদের আহবান করবো তারা যেন অটোরিকশার বিকল্প হিসেবে সাইকেল ব্যাবহার করে।”  তিনি আরও বলেন, আজকের এই দিনে বাঙালি জাতির অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।



বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার জন্মদিনের শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা জানাই। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছেন আমরা সকলই তার পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবো।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এডভেঞ্চার সোসাইটি র সভাপতি  রাজিয়া সুলতানা জানান, ” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতেই আমাদের এই আয়োজন। এডভেঞ্চার সোসাইটি র পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা”।
সাইকেল র‍্যালির আহবায়ক,  আইন বিভাগের শিক্ষার্থী সাদাত কাভি বলেন, ” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ দেশ গঠনে ভূমিকা অনস্বীকার্য।  তার জন্মদিনে আমরা এই ব্যাতিক্রমী আয়োজন করতে পেরে আনন্দিত”। একই সাথে এই র‍্যালিতে অংশগ্রহণকারী প্রত্যককে তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ এসময় র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, ট্রেজারার অধ্যাপক রাশেদা আক্তার, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) রহিমা কানিজ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.