স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই দুর্দান্ত ছন্দে আছেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য সুযোগ মেলেনি।
দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা করে নিলেও বৃষ্টির কারণে বোলিং করা হয়নি। তবে তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন ডানহাতি এই পেসার। তার তোপে পড়ে চাপের মুখে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭ রান।
সফরকারীদের প্রথম দিন ব্যাটারকে একাই শিকার করেন হাসান। শুরুটা করেন স্টেফেন দোহানিকে দিয়ে। দলীয় ১২ রানে এই ওপেনারকে সাজঘরের পথ দেখান তিনি। ইনিংসের পঞ্চম ওভারে তার লেংথ ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন দোহানি। মুশফিকুর রহিম সহজ ক্যাচ নিতে কোনো ভুল করেননি। তাই ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন দোহানি।