অসুস্থ সহযাত্রীকে সাহায্য করে প্রশংসিত ব্রুনো

0

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে পর্তুগালের লিসবনে যাচ্ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজ। উড়োজাহাজের মধ্যে তার পাশের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। যার সাহায্যে এগিয়ে এসে প্রশংসিত হচ্ছেন এই ফরোয়ার্ড।

সোমবার উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলতে সতীর্থ দিয়াগো দালোতের সঙ্গে লিসবন যাচ্ছিলেন ব্রুনো। এরমধ্যে এক যাত্রী অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। ব্রুনো দেখতে পেয়েই তাকে সাহায্য করতে ছুটে যান।

ওই ফ্লাইটের আরেক যাত্রী সুজানা লসন জানিয়েছেন ঘটনার বিস্তারিত, ‘ব্রুনো বিমানের পেছনের টয়লেটে গিয়েছিলেন। হঠাৎ আমরা চিৎকার শুনে গিয়ে দেখি অচেতন এক লোকের পাশে দাঁড়িয়ে সাহায্য চাইছেন ব্রুনো। তাকে ধরে বসান তিনি। পরে কেবিন ক্রুরা ছুটে যান। ওই যাত্রীর অবস্থা স্থিতিশীল হওয়া পর্যন্ত তিনি সেখানে ছিলেন।’

ব্রুনোর এমন সাহায্য করা দেখে মুগ্ধ সুজান তার সঙ্গে সেলফি তোলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি জানান, অনুরোধের পর ব্রুনো নিজ হাতেই সেলফি তোলে দেন।

গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচে দলের হয়ে এক গোল করেন ব্রুনো। এই তারকা আগামী সপ্তাহে নেশন্স লিগে পর্তুগালের হয়ে পোল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন।

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.