আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন পান্ত

0

স্পোর্টস ডেস্ক: আইপিএলের মেগা নিলামে শুরুতে রেকর্ড গড়ে বিক্রি হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তাকে ২৬.৭৫ কোটি রুপিতে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু সেই রেকর্ডও টেকেনি বেশিক্ষণ। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ঋষভ পান্ত। তাকে ২৭ কোচটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস।

এই মৌসুমে লখনউ ও পাঞ্জাব দুই দলেরই নতুন অধিনায়কের প্রয়োজন ছিল। তাই সম্ভাব্য হিসেবে এই দায়িত্বে দেখা যাবে পান্ত, আইয়ারকে। তারা দুজনেই ২০২৪ সালের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটি রুপির রেকর্ড ভেঙেছেন তারা। অজি পেসারকে এই দাম দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া দুই দিন ব্যাপী এই নিলামে এরই মধ্যে নতুন ঠিকানা পেয়েছেন ইংল্যান্ডের তারকা জশ বাটলার। তাকে কেনার চেষ্টা করেছিল রাজস্থান রয়্যালস। তাতে সফল হয়নি তারা। পাঞ্জাব, লাখনউয়ের সঙ্গে তুমুল লড়াইয়ের পরই গুজরাট টাইটান্স তাকে ১৫.৭৫ কোটিতে দলে ভিড়িয়েছে। তারা দলে ভিড়িয়েছে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকেও। প্রথম মার্কি সেট থেকে বেঙ্গালুরু, মুম্বাইকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকান পেসারকে ১০.৭৫ কোটি রুপিতে দলে নেয় তারা।

নতুন ঠিকানা পেয়েছেন মিচেল স্টার্কও। তাকে ১১.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অথচ তাকে নিতে শুরুতে ডাক দেয় কলকাতা ও মুম্বাই। পরে বেঙ্গালুরুও আগ্রহ দেখাতে শুরু করে। তখনই ঘটনাক্রমে স্টার্ককে কিনে নেয় দিল্লি। অথচ গত আসরের দাম থেকে অনেক কমেই বিক্রি হয়েছেন তিনি। গতবার রেকর্ড ২৪.৭৫ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.