কমলার হারে বাইডেনকে দুষছেন পেলোসি

0

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নির্বাচনে ডেমোক্রেটদের হারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

তার দাবি, বাইডেন যদি নির্বাচন থেকে আগেই সরে দাঁড়াতেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে কমলা হ্যারসিকে প্রার্থী হিসেবে অনুমোদন দেওয়ায় বাইডেনের সমালোচনা করেন পেলোসি।

পেলোসি বলেন, বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ অসম্ভব হয়ে পড়ে। যদি সবকিছু আরও আগে ঘটত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে দল গুলো প্রার্থী বাছাইয়ে নির্বাচন করে, যা প্রাইমারি হিসেবে পরিচিত। এই প্রক্রিয়ায় নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে।

বাইডেন যেহেতু আবার নির্বাচন করতে চেয়েছিলেন, তাই ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি। তবে নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে হেরে গেলে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী হিসেবে মনোনীত করে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.