কুবিতে সাংবাদিক বহিষ্কারের প্রতিবাদে জাবি প্রেসক্লাবের নিন্দা

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসিব সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান ।

দপ্তর সম্পাদক ওয়াজহাতুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কুবি ক্যাম্পাসে সাংবাদিকের সাথে এমন ন্যাক্কারজনক ঘটনা উদ্বেগজনক। এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। প্রকাশিত সংবাদ নিয়ে কোন প্রশ্ন থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদের সুযোগ রয়েছে। প্রমাণ থাকা সত্ত্বেও ইকবালকে বহিষ্কারের মাধ্যমে উপাচার্য নিজের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছেন। সাংবাদিকের টুটি চেপে ধরা বন্ধ করে অবিলম্বে এই বহিষ্কারদেশ প্রত্যাহার করুন। অন্যথায় ক্যাম্পাস সাংবাদিকরা দূর্বার আন্দোলন গড়ে তুলবো।

উল্লখ্য, গত ৩১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন দুর্নীতির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘অনেকেই বলে দেশে দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। কিন্তু আমি বলব উল্টো কথা। দেশে দুর্নীতি হচ্ছে বলে উন্নতি হচ্ছে। উপাচার্যের এমন বক্তব্যের সংবাদ প্রকাশ করে সাংবাদিক মোহাম্মদ ইকবাল। এ সংবাদ প্রকাশের দায়ে গত ০২ আগস্ট কোনো ধরণের নিয়ম বা আইনের তোয়াক্কা না করে ইকবালকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.