স্পোর্টস ডেস্ক: তাইজুল ইসলামকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন আইরিশ ব্যাটার অ্যান্ড্রু ম্যাকব্রাইন। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার চেষ্টা চালান তামিম ইকবাল। তবে বলের নাগাল না পেলেও ক্যাচ ধরার চেষ্টায় উল্টো কনুইয়ে চোট পেয়েছেন তামিম।
শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় বাউন্ডারির বাইরের বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে বাম হাতের কনুইতে আঘাত পান তামিম। পরে মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাকে। তবে তার ব্যথার ধরণ কেমন, সেটা এখনো বিস্তারিত জানা যায়নি।
তাইজুলকে ছক্কা হাঁকানো ম্যাকব্রাইন অবশ্য ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। পরের ওভারেই এবাদত হোসেন আক্রমণে এসে তাকে ফেরান মুমিনুল হকের ক্যাচে পরিণত করে। ম্যাকব্রাইন ৫৫ বলে এক চার ও এক ছক্কায় ১৯ রান করেন।
দাপুটে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর একমাত্র টেস্টের প্রথম দিনটাও এখন পর্যন্ত বাংলাদেশের নাগালে। মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।