ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরিক্ষায় চট্টগ্রাম থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বনফুল এন্ড কোং’ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতিকে সার্বিক সহযোগীতার মাধ্যমে পাশে থাকছে এই প্রতিষ্ঠানটি।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম জেলা থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে পৌছানো, ফ্রিতে মোবাইল-ব্যাগ রাখা, যাতায়াতে সহায়তা ও তথ্য দিয়ে সহযোগীতা করছে ওই জেলা সমিতির ২০ জনের অধিক স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নাস্তা হিসেবে বনফুল তাদের বিখ্যাত বালুসাই মিষ্টি, সামুচা, ডেনিস ও দুপুরের খাবার সরবরাহ করছে।
চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও আমারা ভর্তি যুদ্ধের সময় সুদূর চট্টগ্রাম থেকে আসা পরিক্ষার্থীদের নানারকমের সাহয্য ও সহযোগীতা করতে পেরেছি এটা আমাদের জন্য আনন্দের বিষয় । আমাদের সার্বিক সহযোগীতা করার জন্য পাশে দাড়িয়েছে ‘বনফুল এন্ড কোং’ এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আশা করছি আগামীতে তারা আমাদের পাশে থাকবে।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা শেখ মুজিব রোডে ছোট্ট পরিসরে গড়ে তোলেন বনফুল অ্যান্ড কোম্পানি। মিষ্টি ব্যবসাকে শিল্প ও মানসম্পন্ন হিসেবে গড়ে তোলার মূল রূপকার হলেন এম এ মোতালেব।কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন মো. ওয়াহিদুল ইসলাম। বর্তমানে এই প্রতিষ্ঠানটি মিষ্টান্ন ব্যবসার প্রসার ঘটিয়ে কনফেকশনারি, বিস্কুট, স্ন্যাকস ইত্যাদি যোগ করেছে।