জা‌বি লিও ক্লা‌বের সভাপ‌তি নিশাত, সম্পাদক না‌হিদ

0

ওসমান সরদার, জা‌বি প্রতি‌নি‌ধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জা‌বি) লিও ক্লাবের ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন লিও নিশাত ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন লিও নাহিদ হাসান।

প্রাথমিকভাবে পূর্বের কমিটি মিটিং এর মাধ্যমে খসড়া করে পাঠালে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ৩১৫এ১, বাংলাদেশ মঙ্গলবার (৮ আগস্ট) চুড়ান্ত কমিটি ঘোষণা করে।

কমিটিতে সহসভাপতি প‌দে নিযুক্ত হয়েছেন কামরুল ইসলাম অ‌ন্তিম, আ‌য়েশা সি‌দ্দিকা বৃ‌ষ্টি ও জাহানারা জবা। যুগ্ম সম্পাদক-(এডমিন) প‌দে তানভীর আহ‌মেদ শিহাব, যুগ্ম সম্পাদক-(প্রজেক্ট) প‌দে মো. সিফাতুল্লাহ। কোষাধ্যক্ষ প‌দে দিলশাদ শামীম বর্না, যুগ্ম কোষাধ্যক্ষ প‌দে তাহ‌মিনা আক্তার।

এছাড়া, সা‌র্জেন্ট প‌দে নি‌শি ম‌নি, সাংস্কৃ‌তিক সম্পাদক প‌দে আকাশ সরকার, প্রোগ্রাম সে‌ক্রেটারী প‌দে আব্দুল হাই স্বপন, স্পোর্টস সে‌ক্রেটারী ইমাম হো‌সেন ইমরান, টেইল টুইস্টার প‌দে ইসমত আরা শশী, টেমার আবু সাইফ নিপুন, আইটি এন্ড পাব‌লিক সে‌ক্রেটারী ১ প‌দে আল আহসান স্পন্দন, যুগ্ম প্রোগ্রাম সেক্রেটারি ইসরাত জাহান সুকর্ণা, যুগ্ম টেমার মোহনা হাছান, যুগ্ম সা‌র্জেন্ট প‌দে খাজা আহ‌মেদ বখ‌তিয়ার, যুগ্ম টেইল টুইস্টার প‌দে জা‌মিল হো‌সেন, যুগ্ম স্পোর্টস সেক্রেটারি হারুন অর রশিদ। এক্সিকিউটিভ মেম্বারদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, লিও ক্লাব লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন। লিও শব্দের অর্থ হলো নেতৃত্ব, দক্ষতা, সুযোগ। লিও ক্লাব তরুণদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে। লিও ক্লাব লায়ন্স ক্লাবের ফান্ডের ওপর নির্ভরশীল। লিও ক্লাবের মেম্বাররা লিও নামে পরিচিত হয়। তারা সমাজে স্বাস্থ্যসেবা প্রদান, দারিদ্র্য বিমোচন, আত্মোন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকে। লিওরা ফান্ড সংগ্রহ প্রজেক্টের মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.