জাবিতে অনলাইন জার্নাল ম্যানেজমেন্ট ও রিমোট এক্সেস সিস্টেম উদ্বোধন

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট এবং বিভাগীয় জার্নাল অনলাইনে প্রকাশের জন্য জার্নাল ম্যানেজমেন্ট ও রিমোট এক্সেস সিস্টেম উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অফিসের উদ্যোগে এ সেবা চালু করা হয়।

সোমবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম এ সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের প্রবন্ধসমূহ অনলাইনে প্রকাশের মধ্যদিয়ে শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের মান আরও বৃদ্ধি পাবে। এতে বিশ্বর‍্যংকিং-এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুপ্রতিষ্ঠিত হবে।’ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অফিস এ উদ্যোগ গ্রহণ করায় উপাচার্য এর সঙ্গে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, জার্নাল অনলাইনে প্রকাশের উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে। অনুষদ, ইনস্টিটিউট এবং বিভাগগুলাকে এ ব্যাপারে আন্তরিক হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য বাস্তবায়িত হলে এ বিশ্ববিদ্যালয় একটি গর্বের জায়গায় পৌঁছাতে সক্ষম হবে।

অনুষ্ঠানে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এম শামীম কায়সার বলেন, ‘অনলাইন জার্নাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিমোট একসেস সিস্টেম আজ উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল জার্নাল একই প্লাটফর্মে প্রকাশের যাত্রা শুরু হলো। এর পুরোপুরি বাস্তবায়ন প্রক্রিয়ায়। আরও কিছুটা সময় লাগবে এবং এতে সকলের সহযোগিতার প্রয়োজন হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অফিস প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.