ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটি মুটিং অ্যান্ড ডিবেটিং ক্লাব (JULSMDC) আয়োজন করতে যাচ্ছে ২য় আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা। আগামীকাল (২৩ নভেম্বর) বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি পর্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব হবে আগামী ২ রা ডিসেম্বর।
আজ বুধবার (২২ নভেম্বর) ইতিহাস প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন আইন ও বিচার বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটি মুটিং অ্যান্ড ডিবেটিং ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস। প্রতিযোগিতার মোট তিনটি পর্বের মধ্যে বাছাই পর্ব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর বৃহস্পতিবার।
উদীয়মান আইনজীবীদের অ্যাডভোকেসি দক্ষতা প্রদর্শন এবং আইনের গতিশীল বিশ্বে নিজেদের নিমজ্জিত করার জন্য এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্বের জন্য মোট ১০ টি দল অংশগ্রহণ করবেন। তার মধ্যে সেরা চার দল লড়বেন সেমিফাইনালে। সেমিফাইনালের সেড়া দুই দল ফাইনালে অংশগ্রহণ করবেন।
আইন ও বিচার বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস বলেন, “আইন শিক্ষায় শিক্ষার্থীদের ব্যাবহারিক জ্ঞান বাড়াতেই আমাদের এ আয়োজন। এজন্যই একাডেমিক বিষয়ে ক্লিনিক্যাল ল একটি কোর্স রাখা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা আইন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে পারেন। আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা তাদের এ জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। ‘
প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যারা নিরলস পরিশ্রম করে এ আয়োজন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ একইসাথে প্রতিযোগিতায় আগত বিচারকগণকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে ৫০০০ টাকা, রানার আপ ৪০০০ টাকা। এছাড়াও থাকছে সেরা মুটার ও শ্রেষ্ঠ গবেষক পুরস্কার।