ওসমান সরদার, জাবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মওলানা ভাসানী হলের মসজিদে মাসব্যাপী এই কোরআন শিক্ষা কার্যক্রম চলবে।
শুক্রবার (২৪ মার্চ) জুম্মার নামাজের পর থেকে এই কোরআন শিক্ষার কার্যক্রম শুরু হয়। পুরো মাসজুড়ে যোহর নামাজের পর হলের মসজিদে এই কার্যক্রম চলবে।
কোরআন শিক্ষা কার্যক্রমের বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ‘শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে এবং ভবিষ্যতেও করবে। ধর্মের সু-শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘বছরঘুরে রমজান মাস আবার এসেছে। শিক্ষার্থীরা যেন এই মাসে সহীহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারে এজন্যই এই উদ্যোগ। ছাত্রলীগের এই কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা সুস্থ জ্ঞান চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই অংশ নেয়।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরআন শেখাতে গত বছরও ছাত্রলীগের পক্ষ থেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।