ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর জহির রায়হান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, “আমাদের মুক্তির পথ খোলা ছিল না, বাঙালি মুক্তির জন্য সংগ্রাম করেছেন, তিতুমীর, ওয়াদ্দেদার, খুদিরামসহ আরও অনেকে কিন্তু তাদের হাত ধরে মুক্তি আসেনি।
বঙ্গবন্ধু বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, তিনি তার কথা রেখেছিলেন। বাংলাদেশ ও স্বাধীনতা এবং বঙ্গবন্ধু কে আলাদা করে দেখার নেই। বঙ্গবন্ধু রাষ্ট্র ভাষা নিয়ে প্রতিবাদ করেছিলেন। পাকিস্তান বাঙালি জাতির জন্য নয়। বঙ্গবন্ধু বুঝেছিলেন আন্দোলন ছাড়া এ জাতিকে মুক্ত করা সম্ভব না। বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ বাঙালি কে নিয়েই মুক্তি ছিনিয়ে এনেছিলেন। ৭ ই মার্চের ভাষণটি ছিল স্বাধীনতার ডাক। এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ”। এসময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশ কে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন। কিন্তু তার জন্য কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করেছেন। আমরা এই ষড়যন্ত্রকে একসঙ্গে মোকাবিলা করনো। বিএনপি কখনো মুক্তিযুদ্ধের দল ছিল না”। এসময় তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনীতি করার অধিকার নেই বলে জানান। তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তিনি আশাবাদ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হবে। শেখ হাসিনার হাত ধরেই দেশের নেতৃত্ব এগিয়ে যাবে। যতদিন শেখ হাসিনা র শক্তি আছে, ততোদিন কেউ এ সরকার কে সরাতে পারবে না”।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, “মার্চ মাস আমাদের জন্য গর্বের মাস। এ মাসের ৭,১৭,২৬ তারিখ বাঙালির স্বরণীয় দিন।বঙ্গবন্ধু আমাদের স্বাধীন করে, আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন”। তিনি আরও বলেন,” বঙ্গবন্ধু নারীর জন্য অষ্টম শ্রেণির পর্যন্ত ফ্রী শিক্ষার ব্যাবস্থা করেছেছিলে, ৫ ম শ্রেণি পর্যন্ত ফ্রী বইয়ের ব্যাবস্থা করেছিলেন।
বর্তমান সরকারের সফলতা তুলে ধরে বলেন,প্রধানমন্ত্রী যে মেগা প্রকল্প কাজ করেছেন, তা সারা বিশ্বে নজির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহবায়ক অধ্যাপক ড. এ. এ. মামুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আকতার,আব্দুল্লাহ হেল কাফী, অধ্যাপক এ এ মামুন, জেকে ১৯৭১ এর নির্মাতা ফখরুল আরেফিন খান।