জাবিতে বোটানি ক্রিকেট প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ব্রাদার্স-১১

0

সৌরভ শুভ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কোর্স-১১ দলকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স-১১ দল।

গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন সিডনি ফিল্ডে বোটানি প্রিমিয়ার লীগের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে ব্রাদার্স-১১ টসে জিতে কোর্স-১১ দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ব্রাদার্স-১১ এর বোলিং তোপে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে কোর্স-১১। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন আশিক। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সাজ্জাদের অনবদ্য ৪৭ রানের অপরাজিত ইনিংসে ৭ উইকেট এবং ৩ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাদার্স-১১। ফাইনালে ব্যাট হাতে ৪৭ রান এবং বোল হাতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা অধিনায়ক সাজ্জাদ। তাছাড়া, পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ২০৩ রান এবং বল হাতে ১০ উইকেট নিয়ে, অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি।

ম্যাচ শেষ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান। তিনি বলেন, ‘প্রতিবছর এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে বলে আশা করছি। পড়াশোনার পাশাপাশি সবার উচিত খেলাধুলায় মনোনিবেশ করা। এতে, শরীর মন যেমন ভালো থাকবে তেমনি অন্যসব খারাপ কাজ থেকে বিরত থাকা যাবে।’

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু, প্রভাষক শামিমা আক্তার, প্রিন্সিপাল এক্সপেরিমেন্টাল অফিসার মো. আব্দুর রহিম।

রানারআপ দলের অধিনায়ক আব্দুল্লাহ বিন আহমদ বলেন, হারজিত খেলার একটি অংশ। টুর্নামেন্ট উপলক্ষে সিনিয়র জুনিয়রদের সাথে চমৎকার সময় কাটিয়েছি। এটি আমাদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।’

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাজ্জাদ হোসাইন জিহান বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়া বড় বিষয় না। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতক প্রথমবর্ষ থেকে চতুর্থবর্ষের সবাই একসাথে দারুন সময় কাটিয়েছি। এটি আমাদের স্মৃতির পাতাকে সমৃদ্ধ করবে। প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।’

প্রসঙ্গত, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর বোটানি ক্রিকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়। রীতি অনুযায়ী, স্নাতক (সম্মান) প্রথমবর্ষ থেকে চতুর্থবর্ষের শিক্ষার্থীদের একত্র করে দল গঠন করা হয়। কারন হিসেবে সংশ্লিষ্টরা বলেন, সিনিয়র জুনিয়রের পারস্পরিক সম্পর্ক অটুট রাখতে এমন নিয়ম। প্রতিবছর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এ টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এ বছরের টুর্নামেন্ট আয়োজন করেছে বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.