জাবিতে রাজবাড়ী জেলা সমিতির সভাপতি বাঁধন, সম্পাদক সজীব

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাজবাড়ী অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে তৈরি সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ৪৮ ব্যাচের শিক্ষার্থী বাঁধন সাহা এবং সম্পাদক হয়েছেন একই ব্যাচের মাহাজির হোসেন সজীব । সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ৪৮ ব্যাচের শিক্ষার্থী রিজওয়ান খান রিজু।

গত শুক্রবার(২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মনপুরায় সিনিয়র ও জুনিয়রদের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ এক চড়ুইভাতি আয়োজন শেষে ৫৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদ্য বিদায়ী সভাপতি আল-আমীন হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয় |

এতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ৪৮ ব্যাচের ইব্রাহিম হোসেন জীবন, ইমদাদ হোসেন, শামীমা সুলতানা, সামিরা আক্তার শাম্মী, সোনিয়া ইসলাম, তামান্না পারভিন।যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে স্বপ্নীল চয়ন, রামিস আনান ঐশী, অপু রায়হান, নাজমিন নাহার।সহ-সাংগঠনিক সম্পাদক রুহল আহমেদ রোজ, তুষার শিকদার, শামীমা সুলতানা , পুজা রায়। কোষাধ্যক্ষ পদে,আহনাফ তাহমিদ খান রাইয়ান, উপ-কোষাধ্যক্ষ মারিয়া করিম লিনডা, ওসমান সরদার।

তৎক্ষনাৎ প্রতিক্রিয়ায় নতুন সভাপতি বাঁধন সাহা বলেন, ‘আমাদের প্রাণ প্রিয় সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি কার্যকরী কমিটি ২০২৩-২৪ এ আমাকে সভাপতি মনোনীত করা হয়েছে। আমাদের পদ্মাকন্যা রাজবাড়ী জেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত আমাদের প্রাণের জেলা সমিতি। এটার মূল লক্ষ্য হলো রাজবাড়ী জেলা থেকে যারা উচ্চশিক্ষায় আগ্রহী সকল শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাওয়া এবং সেই লক্ষ্যে বিগত দিনগুলোতে আমাদের এই জেলা সমিতি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে । সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই যেনো আগামী দিনগুলোতেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের প্রাণের জেলা রাজবাড়ীর শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যেতে পারি।’

এছাড়াও কমিটিতে আরও রয়েছেন,দপ্তর সম্পাদক আবুদর রব, উপ-দপ্তর সম্পাদক সোনালি খাতুন, মাহমুদুল হাসান। প্রচার সম্পাদক উম্মে হাবিবা, উপ-প্রচার সম্পাদক তানজির আহমেদ আদর, শামীমা সুলতানা। সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রউফ, উপ-সংস্কৃতিক সম্পাদক অদিতি বিশ্বাস, স্নেহাশিষ অধিকারী স্নেহ। আপ্যায়ন সম্পাদক নূর হাসান, উপ-আপ্যায়ন সম্পাদক মারুফা ইসলাম শ্রাবণী, শরীফ মাহমুদ অপু। ছাত্রী বিষয়ক সম্পাদক রুকসানা রহিম রুমকি, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক কাঙ্খিতা কুন্ডু লগ্ন, জান্নাতুল ফেরদৌস আঁখি। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারজিয়া মালা, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাগর। গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সোনিয়া খাতুন, উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তাসনিম নেওয়াজ জ্যোতি। শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সোহান মোল্লা সহ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক প্রতীক দাস।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.