ওসমান সরদার, প্রতিনিধি জাবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি(জাডস) এর আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্মারক জাডস আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৩। আগামী ১১ ও ১২ আগস্ট চলবে এ প্রতিযোগিতা।
বুধবার (৯ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে আন্তঃহল বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা এবং আলোচনা সভা।
আন্তঃহল প্রতিযোগিতার এই লড়াইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ টি আবাসিক হল হতে ১ টি করে দল আহবান করা হয়েছে এবং তাদের নিয়ে ট্যাব পদ্ধতির মাধ্যমে আগামী ১১ আগস্ট, রোজ শুক্রবার, টিএসসিতে বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্বের মধ্যে দিয়ে এই আয়োজনের সূচনা হবে। ৩ রাউন্ড ট্যাব এর মাধ্যমে শ্রেষ্ঠ ৪ টি দলকে সেমিফাইনালের জন্য এবং সেমিফাইনাল থেকে ২ টি দলকে আন্তঃহল বিতর্কের শ্রেষ্ঠত্বের ফাইনালের জন্য বেছে নেয়া হবে। পরবর্তী দিন, ১২ আগস্ট, রোজ শনিবার, সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা’ আয়োজিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোন বৈধ শিক্ষার্থী উক্ত আয়োজনে অংশগ্রহন করতে পারবেন। একই দিনে বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সভা এবং আন্তঃহল বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হবে। সমাপনী আয়োজন ও পুরষ্কার বিতরণী শেষে এই আয়োজনের পর্দা নামবে।
জাডসের সভাপতি মীর হাসিবুল হাসান রিশাদ বলেন, ” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে আমাদের এই আয়োজন। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিন বিতর্কচর্চার বিকাশে এ প্রতিযোগিতা ভূমিকা রাখবে। এখন পর্যন্ত ১৪ টি হলের দল রেজিস্ট্রেশন করেছে। আশা করি আমাদের এ আয়োজন সাফলভাবে সম্পন্ন হবে। আমাদের এ আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র সহযোগিতা করছে ”
সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম । এছাড়া আরও উপস্থিত থাকবেন প্রো-ভিসি , প্রক্টর এবং সকল হলের প্রাধ্যক্ষগণ।