ওসমান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA/`ইচ্ছা` এর ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন গণিত বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আল-আমিন ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের ৪৮ ব্যাচের মো. শাহ আলম।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সংগঠটির সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা পিংকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী তানজিদ বিশ্বাস রিচ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শাহজালাল আহমেদ আকাশ, দর্শন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম ইফাজ।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের নাজমুল হোসাইন, ইতিহাস বিভাগের মো. আতিকুর রহমান, একই বিভাগের সাদিয়াতুল মুনা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন তিনজন। তারা হলেন, ইতিহাস বিভাগের মো. সোহান, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্যে বিভাগের মো. ফারুক মিয়া। এরা দুইজন ৪৯ ব্যাচের শিক্ষার্থী। গণিত বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী সুরাইয়া রহমান কনিকা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
এছাড়া, কমিটিতে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ইতিহাস বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান, দপ্তর সম্পাদক হয়েছেন ফার্মেসী বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. তারিফ।
নবগঠিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করবেন একাউন্টিং বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী সাদিক বিন ফয়সাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আঞ্জুমান ইকরা, পাঠাগার সম্পাদক হয়েছেন ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শোভন বসাক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্যে বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শান্ত রায় এবং ক্রীড়া সম্পাদক দর্শন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. নাজমুল হাসান।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আহাদ সিদ্দিকী, গণিত বিভাগের মো. কামরুজ্জামান, আইন ও বিচার বিভাগের ফুয়াদ, গণিত বিভাগের বাদল দেবনাথ। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী।