ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় রাজবাড়ী জেলা থেকে আগত সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় পাশে আছে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি।
গত ১৮ জুন থেকে শুরু হওয়া প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় প্রতিদিনই রাজবাড়ী থেকে শিক্ষার্থীরা আসেন পরীক্ষা দিতে। এসকল শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরীক্ষা কেন্দ্রে পৌছানোসহ সকল প্রকার সহয়তা করে থাকে জেলা ছাত্রকল্যাণ সমিতি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আল-আমীন হোসেন হৃদয় বলেন, ‘ প্রতিবছরের ন্যায় এবছরও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে আছে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি। তাদের আবাসন সুবিধাসহ সকল প্রকার গাইড লাইন ও সহযোগিতা করতে আমরা সদা তৎপর। নিজ জেলা রাজবাড়ী থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে পাশে আছে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি। আমাদের এই সেবামূূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ‘
রাজবাড়ী জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী রাতুল হাসান বলেন, ‘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার পরিচিত কেউ নেই। তবে জেলা সমিতি একটা আস্থার জায়গা। জেলা সমিতির ভাইয়েরা নিজের বড় ভাইয়ের মতোই সহযোগিতা করেছেন। রাজবাড়ী জেলা সমিতির এমন উদ্যোগে আমি খুবই খুশি। ভবিষ্যতে তাদের এই চমৎকার উদ্যোগে ধারা বজায় থাকুক এটাই আমার প্রত্যাশা।’
উল্লেখ্য, রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা পরবর্তী কার্যক্রমেও সহযোগিতা করে থাকে। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে টিউশনি, চাকরি গাইডলাইন ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করে থাকে।