স্পোর্টস ডেস্ক: আগামীকাল বুধবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চোটাক্রান্ত তামিম ইকবাল ও তাসকিন আহমেদের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মঙ্গলবার অনুশীলনের ঠিক আগে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, রোববার তামিম ব্যাটিং অনুশীলন করেছিল, ফিল্ডিং করার সময় সে অস্বস্তি বোধ করে। আজ সে অনুশীলন করলে দেখব কী অবস্থা, অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব।
পিঠের ব্যথা আগের চেয়ে কমে যাওয়ায় এদিন ৩০ মিনিট ধরে ব্যাটিং প্র্যাকটিস করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
তাসকিন প্রসঙ্গে কোচ বলেন, পুনর্বাসনে থাকাকালীন তাসকিন খুব খুব ভালো অনুশীলন করেছে। সে সেরা অবস্থায় আছে। সে খেলার জন্য তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই তবে বোলিংয়ের ওয়ার্কলোডটা এ সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখব।