দলে তামিমের প্রভাব পড়বে না, দাবি লিটনের

0

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ কারণে আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে লাল-সবুজের নেতৃত্ব দেবেন লিটন দাস।

তবে আগামী ম্যাচে বিদায়ী অধিনায়ক তামিম ইকবাল না থাকায় দলের পরিবেশে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার।

শুক্রবার (৭ জুলাই) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক অধিনায়ক ঘোষণার কিছুক্ষণ পরই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হন ক্লাসিক্যাল এই ব্যাটার।

এ সময় লিটনের ভাষ্য, তামিমের না থাকা নিয়ে দলের পরিবেশে প্রভাব পড়বে না। আগের মতোই থাকবে।

টাইগার এই ওপেনার দাবি, ইনজুরি থাকলে তাকে ছাড়াই মাঠে নামতে হতো লাল-সবুজের।

সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, উনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। যদি কোনোভাবে ইনজুরি হতো, আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না, এ রকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।

এদিকে অধিনায়কের অবসরের বিষয়টি আগেই জানতেন লিটনরা। টিম হোটেল ছেড়ে যাওয়ার আগেই সতীর্থদেরও পরামর্শও দিয়েছিলেন তামিম।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত এই অধিনায়ক যোগ করেন, বড় ভাই (তামিম) একটা কথা বলে গিয়েছেন; দল সবার আগে। উনি যেতে যেতে এই কথাই বলে গিয়েছেন।

অন্যদিকে শনিবার (৮ জুলাই) দুপুর ২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে হেরেছে সাকিব-শান্তরা। তাই সিরিজে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.