প্রথমবারের মতো জাবির ৩৪ শিক্ষার্থী পেলেন বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি

0

ওসমান সরদার, জাবি প্রতিনিধি: বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ক্রীড়া সেবাকল্যাণ ফাউন্ডেশন কতৃক প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৪ জন ক্রীড়াবিদকে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০০০ জন ক্রীড়াবিদকে এ বৃত্তির আওতায় আনা হয়।

গতকাল (৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া কাউন্সিলের অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

এতে ফুটবল ইভেন্ট মোঃ মাহামুদুল হাসান কিরন, আরশাদ হাবীব বিশাল, মোঃ তানভীর সিদ্দিকী সাইমুন, নুর উদ্দিন সজল, ফারহান ইমতিয়াজ, মোঃ সোহেল রানা।

ক্রিকেট ইভেন্টে আশরাফুল ইসলাম সিয়াম, মোঃ মেহেদী হাসান রাসেল, মোঃ হুমায়ুন কবির, মোঃ উদয় মাহমুদ, ক্রিকেট (নারী) ইভেন্টে সিনথিয়া সিলভী, মৃত্তিকা চাম্বুগং, সিফাত আরা রুমকি।

এ্যাথলেটিকস্ ইভেন্টে মোঃ রাসেল মাহমুদ, মোছাঃ ফাতেমা তুজ জহুরা, মোছাঃ ছাবিকুন নাহার, তানজিনা আক্তার শর্মী, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সিফাত ফারহান সানি, আব্দুরাহ বিন আহমেদ। ব্যাডমিন্টনে শাজনীন ইসলাম।

হ্যান্ডবল ইভেন্টে মোমিনুল ইসলাম, এস এম আবু কাজি সাদাত, আংহো খুমী, উটিং মং চাক, জসাইমং মারমা, বেবী খাতুন, শাহানাজ পারভীন শানু।
বাস্কেটবল ইভেন্টে মানসিবুর রহমান সাধ, মোহাম্মদ ওয়ালিদ হাসান, শাহানুর রহমান।

টেবিল টেনিসে অগ্নিজিতা দে সেঁজুতি ,সৈয়দা আলভী খোরশেদ, পাঅং বম বৃত্তিপ্রাপ্ত হন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বেগম নাছরিন বলেন, ‘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা প্রথমবারের মতো এ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। আমরা আশা করি এখন থেকে প্রতিবছরই এ বৃত্তির আওতায় আনা হবে জাবি শিক্ষার্থীদের।’ বৃত্তির উপলক্ষ জানিয়ে তিনি বলেন, ‘ ক্রীড়াবিদদের শারিরীক স্বকীয়তা বজায় রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সর্বপরি আহতদের চিকিৎসা বাবদ এ বৃত্তি প্রদান করা হয়। ‘

উল্লেখ্য, ৫ম শ্রেণী হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক ১ হাজার টাকা হারে বাৎসরিক ১২ হাজার টাকা এবং একাদশ শ্রেণী হতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ২ হাজার টাকা হারে বাৎসরিক ২৪ হাজার টাকা ১০০০ জন ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ১ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.