‘বাঘের মতো খেলব’

আমরা খেলব বাঘের মতো। কোনো ভয়-ডর থাকবে না। চেষ্টা করব দাপট দেখানোর। আধিপত্য বিস্তার করব। কথাগুলো সাকিব আল হাসানের। তবে তিনি নিজে বলেননি। বলেছেন রনি তালুকদার। প্রায় আট বছর পর দলে ফিরে লিটন দাসের সঙ্গে নিজের উদ্বোধনী জুটি জমিয়ে দিয়েছেন রনি।

এই জুটি স্বপ্ন দেখাচ্ছে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলা বাংলাদেশকে। যে ফরম্যাটে এই সেদিনও টাইগারদের দুর্বলতা ছিল প্রকট, সেটি কাটিয়ে উঠতে এই দুজনের জুটির অবদানও অনস্বীকার্য।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ও দ্বিতীয়টিতে যথাক্রমে ৬৭ এবং ৪৪ রান এসেছে রনির ব্যাট থেকে। চট্টগ্রামে কাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে রনি তার অধিনায়ক সাকিবের স্তুতিতে ছিলেন অক্লান্ত। তার ভাষ্যমতে, ‘সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়।

সেটি আপনারাও জানেন। ১২ বছর আগে তার সঙ্গে আমি আবাহনীতে খেলেছি। তখনো তার একই মানসিকতা লক্ষ্য করেছি। উনি সবসময় ইতিবাচক থাকেন। সবসময় মাঠে দাপট দেখানোর চেষ্টা করেন।’

রনি যোগ করেন, ‘সাকিব ভাই তার ইতিবাচক চিন্তাভাবনা দলের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তার একটাই কথা, আমরা খেলব বাঘের মতো। ভয়-ডরহীন ক্রিকেট। হ্যাঁ, ব্যর্থ হতেই পারি। আবার সফলও হব। তবু এই মানসিকতা নিয়ে খেললে সফলতার হার বাড়বে।’