বাবর আজম যেখানে বিশ্বসেরা

0

স্পোর্টস ডেস্ক: আইসিসি বিশ্বকাপের সুপার লিগে রান সংগ্রহে পাকিস্তানি ব্যাটসম্যানদের আধিপত্য।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ২১ ম্যাচে ৭৬.৫২ গড়ে সর্বোচ্চ ১ হাজার ৪৫৪ রান সংগ্রহ করে শীর্ষে রয়েছেন।

২৪ ম্যাচে ৫৫.৮৯ গড়ে ১ হাজার ৬২ রান করে দ্বিতীয় পজিশনে রয়েছেন আয়ারল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি টাকার। এক ম্যাচ কম খেলে ৪৩.০৮ গড়ে ৯৯১ রান কর তৃতীয় পজিশনে আছেন আইরিশ ওপেনার পল স্টারলিং।

৮৫৫ রান করে চতুর্থ পজিশনে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ৮২৭ ও ৮২২ রান করে পঞ্চম ও ষষ্ঠ পজিশনে আছেন পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যান ফখর জামান ও ইমাম-উল-হক।

৭৮৩ রান করে সপ্তম পজিশনে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ৭৫৫ রান করে দশম পজিশনে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.