ওসমান সরদার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের জাবি কন্টিনজেন্টের ৫১ ব্যাচের ক্যাডেটদের নবীনবরণ ও সাবেক ক্যাডেটদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাবেক-বর্তমান ক্যাডেটদের অংশগ্রহণে মিলনায়তনের সেমিনার কক্ষ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। সাবেকদের স্মৃতিচারণে উঠে আসে বিএনসিসিতে ক্যাডেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা ও বর্তমানদের জন্য নানা নির্দেশনা। অনুষ্ঠানে ৪৫ ব্যাচ থেকে ৪৮ ব্যাচের ক্যাডেটদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। ২০২০-২১ এবং ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য ক্যাডেটদের বেস্ট ক্যাডেট ইনচার্জ, বেস্ট গ্রাউন্ড কমান্ডার ও বেস্ট ক্যাডেটদের সম্মননা দেয়া হয়। সবশেষে জাবি বিএনসিসি কন্টিনজেন্টের ক্যাডেট ইনচার্জ হিসেবে ক্যাডেট সার্জেন্ট শফিউজ্জামান শাহীনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন এক্স ক্যাডেট সার্জেন্ট মাজহারুল ইসলাম।
বিদায়ী ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মাজহারুল ইসলাম বলেন, আমার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করা৷ বিএনসিসি আমাকে সে কাজ করার সুযোগ করে দিয়েছে। গত তিনবছরে বিএনসিসির সাথে কাজ করে আমার ব্যক্তিজীবনে নিয়মানুবর্তিতার দীক্ষা পেয়েছি৷ বিশ্ববিদ্যালয় জীবনের শেষপ্রান্তে উপনীত হয়ে শৃঙ্খলা, সততা, নিয়মানুবর্তিতা, ব্যক্তিত্ব সবকিছুর জন্যই আমি বিএনসিসির কাছে ঋণী৷ বাকি জীবনেও এ শিক্ষার প্রতিফলন ঘটবে এই প্রত্যাশাই রাখি।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ইট-কাঠের কাঠামো না। এটা একটা পরিবার। এ পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পরিশ্রমী মানুষদের অবদান অনস্বীকার্য। বিএনসিসির সেবামূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে৷ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তোমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে সে প্রত্যাশা করছি।
জাবি বিএনসিসি কন্টিনজেন্টের ভারপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, বিএনসিসির সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক মেহেদী হাসান দীপুসহ সাবেক ও বর্তমান ক্যাডেটবৃন্দ।