স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য ভারতকে বিশ্বরেকর্ড গড়তে হতো। তবে ৭ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করেও বেশিদূর আগাতে পারেনি বিরাট কোহলি-আজিঙ্কে রাহানেরা।
দিনের প্রথম সেশনে মাত্র দুই ঘণ্টার মধ্যেই গুঁটিয়ে গেছে রোহিত শর্মার দল। তাতে টানা দুইবার সাদা পোশাকে শিরোপার খুব কাছে গিয়েও তরী ডোবাল ভারত। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলতে নেমেই শিরোপার দেখা পেল অস্ট্রেলিয়া।
ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৪৬৯ রান সংগ্রহ করেছিল অজিরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের জোড়া হাফ সেঞ্চুরির পরও ২৯৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। ফলে প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড পায় অস্ট্রেলিয়া।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অ্যালেক্স ক্যারির অপরাজিত ফিফটিতে ৮ উইকেটে ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। ফলে জয়ের জন্য ৪৪৪ রানের রেকর্ড লক্ষ্য পায় ভারত। তবে পাহাড়সম রান তাড়া করতে নেমে ২৩৪ রানের বেশি করতে পারেনি তারা। এর ফলে ২০৯ রানের জয়ে টেস্ট ক্রিকেটে নতুন রাজার মুকুট পরলো প্যাট কামিন্সের দল।