নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোনো অনিয়ম নজরে আসেনি। তবে ভোটার উপস্থিতি কম। আমার ব্যক্তিগত ধারণা, স্বল্প সময়ের মেয়াদ আছে সংসদের, এ জন্য ভোটারদের আগ্রহ কম হতে পারে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে রাশেদা সুলতানা বলেন, আমি দু-একটা কক্ষ পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলাবাহিনী দেখেছি। এজেন্ট একটা প্রার্থীর দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন, কিছু কিছু তালিকা আসেনি, হয়তো পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি। পরিবেশ ভালো।
এক প্রার্থীর ভোট বর্জনের ঘোষণায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, কেন এমন ঘোষণা এলো, তার কারণ বুঝতে পারছি না। তবে আমরা বিষয়টি তদন্ত করব, সত্যি কি না মিথ্যা, দেখব। অভিযোগ নানাজন নানানভাবে আনতে পারেন। অভিযোগ এলেই সত্য, তা কিন্তু না। সেটার সত্যতা যাচাই করা দরকার। সত্যতা যাচাইয়ের পরে নিশ্চয়ই আমরা আইনগত ব্যবস্থা নেব।
নির্বাচনে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি আমরাও দেখতে পাচ্ছি কম। কারণ, হিসেবে আমার ব্যক্তিগত মতামত এটা খুবই স্বল্প সময়ের নির্বাচন, সংসদের মেয়াদ খুবই স্বল্প সময়ের; এটা একটা কারণ হতে পারে। এ ছাড়া এটা অভিজাত এলাকা, ভোটের ব্যাপারে ওনারা আগ্রহী হয়তো না-ও হতে পারেন।
তিনি আরও বলেন, আগে ভোট শেষ হোক, ফলাফল হোক, কত শতাংশ হয় দেখাব আমরা। গ্রহণযোগ্য পারসেন্ট হতেও তো পারে!
ঢাকা-১৭ আসনের পাশাপাশি একই দিন যশোরের বেনাপোল ও পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভাতেও ভোট হচ্ছে। সেখানে কয়েকটি সিসি ক্যামেরা নষ্ট ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কথা বলেছেন আরেক নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য ইসির আন্তরিকতার ঘাটতি নেই। ঢাকায় ব্যালট পেপারের পাশাপাশি বেনাপোল ও ভান্ডারিয়া পৌরসভায় ইভিএমে ভালো নির্বাচন হচ্ছে।