নিজস্ব প্রতিবেদক: দেশীয় এক প্রতিষ্ঠানের পাশাপাশি ছয় দেশ থেকে ১ হাজার ১৯৩ কোটি ৪৫ লাখ টাকার ২ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার।
বুধবার (৩ মে) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
দুই মন্ত্রণালয়ের অধীনে ৭ লটে দেশীয় এক প্রতিষ্ঠানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কানাডা, তিউনিসিয়া এবং মরক্কো থেকে এসব সরকার কিনবে সরকার।
এরমধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে আরব আমিরাত থেকে ১৮৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকার ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড , কাতার থেকে ৯৫ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬৪১ টাকার ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে সৌদি আরব থেকে ২৩৮ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার ৪০ হাজার টন ডিএপি, কানাডা থেকে ২২৬ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪০০ টাকার ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি), তিউনিসিয়া থেকে ১০৫ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫০০ টাকার ২৫ হাজার টন টিএসপি এবং মরক্কো থেকে ১৩২ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকার ৩০ হাজার টন টিএসপি সার কিনবে সরকার। একইসঙ্গে বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১০৫ কোটি ১৪ লাখ ২৩ হাজার ২৭৫ টাকার ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলা ইউরিয়া সার কিনবে সরকার।
এছাড়া পৃথক লটে সৌদি আরব থেকে ১০৫ কোটি ২ লাখ ৬২ হাজার ৮৩৯ টাকা ব্যয়ে আরও ৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার।